নিউজ ডেক্স/পিএম/খেলাধুলা 

বাংলাদেশ সফরে আসছে মূলত ১ ডিসেম্বর তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের স্কোয়াড ঘোষণা করে।


তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত বাংলাদেশ আসার আগে। সিরিজটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই।


জানাযায়, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্বকাপ এর পরের সিরিজে বিশ্রাম দিবে ভারত এবং দুজনেই বাংলাদেশের সফরে সঙ্গী হবে দলের হয়ে।


আরও জানাযায়, দেশের টাইগারদের সঙ্গে সিরিজটির মধ্যে দিয়ে দলে ফিরবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে এশিয়া কাপ খেলার সময় হাঁটুতে চোট পেয়ে দলের বাইরে ছিলেন এই খেলোয়াড়। আবার ভারতীয় স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি পেসার যশ দয়াল।


এদিকে ঢাকায় এক ডিসেম্বর আসার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে পরপর ৪, ৭ ও ১০ ডিসেম্বর।


১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।