নিউজ ডেক্স / পিএম

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের তৈরি Apple-1 computer এর দাম এক লাফে ৫৬ হাজার টাকার কম্পিউটার এখন ১২.৫ কোটি টাকা।
কম্পিউটারটি ই-কমার্স ওয়েবসাইট ইবেতে ১.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশের মুদ্রায় সাড়ে ১২ কোটি টাকারও বেশি।

গেজেট নাউ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি হতে যাওয়া কম্পিউটারটি তৈরি ১৯৭৬ সালে। সঙ্গে ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকও।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, উক্ত মডেলের কম্পিউটাটি প্রথম অ্যাপল ডিভাইজ যা অ্যাপল গ্রাহকদের কাছে বিক্রি করে অ্যাপল।

১৯৭৭ সালে বিক্রয় বন্ধের আগে Apple-1 কম্পিউটারটি মাত্র ২০০ ইউনিট নির্মাণ করেছিল অ্যাপল। তখন অ্যপল এর দাম রেখেছিলো ৬৬৬.৬৬ মার্কিন ডলার। যা বাংলাদেশের টাকায় ৫৬ হাজার টাকার মতো।

ই-কমার্স ওয়েবসাইট ইবে জানায়, apple-1 কম্পিউটারের ক্রেতাকে মূল মালিকের ম্যানুয়াল, স্কিম্যাটিক্স, বেসিক ম্যানুয়াল, ক্যাসেট ইন্টারফেস এবং গাইডের ডিজিটাল অনুলিপি apple-1 computer এর সঙ্গে প্রদান করা হবে।