নিউজ ডেস্ক/পিএম

রংপুর মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর কোনাপাড়ায় স্বামী পরিত্যক্তা,এক সন্তানের জননী (৪৩) এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগে আসরাফুল ইসলাম (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।


মামলার বিবরণ ও বাদীর বক্তব্য অনুযায়ী, উপজেলার রানীপুকুর ইউনিয়নের তাজনগর পূর্ব পাড়ার মোঃ কালাম মিয়ার পুত্র দুই সন্তানের জনক মোঃ আসরাফুল ইসলাম,পাশ্ববর্তী বলদিপুকুর বাজারে দোকান করাকালীন সময়ে ঐ নারীর সাথে প্রায় (০৯) বছর পূর্ব থেকে তাদের সম্পর্ক গড়ে উঠে। এবং ঐ নারীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন থেকে তার নিজ বাড়ি আবাসনের ব্যারাকে এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আসরাফুল তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। 


ঘটনার দিন সোমবার(৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ঃ০০ টার সময় আসরাফুল ইসলাম ঐ নারীর নিজ বাড়ি আবাসনের ঘরে প্রবেশ করে রাত্রিযাপন করাকালীন সময়ে স্হানীয়রা বুঝতে পারলে তাকে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেন।


স্হানীয়রা জানায়, ১ নভেম্বর মঙ্গলবার সকালে আসরাফুল ইসলাম ঐ নারীর বাড়ি সংলগ্ন এসে পূর্বরাতে তার সাথে দুর্ব্যবহারের জের ধরে রাগারাগি করলে স্হানীয়রা ঐ নারী এবং তাকে আটক রেখে পুলিশে খবর দেয়। এবং মিঠাপুকুর থানা পুলিশ আসরাফুল এবং ঐ নারীকে থানায় নিয়ে গেলে ঐ নারী ধর্ষনের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ঐ নারীর একের পর এক বিয়ে, বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন।  


ওই নারী সাথে কথা হলে তিনি জানায়, আমি বিভিন্ন ভাতের হোষ্টেলে কারিগরের কাজ করি। জীবন বাঁচার তাগিদে একাধিক বিয়ে করতে হয়েছে। আমার মেয়ের বিয়ে হয়েছে। মেয়ে জামাই এসব জানতে পারলে আমার মেয়ের সংসার ভাঙতে পারে! তাই যেহেতু এতদিনের সম্পর্ক সেহেতু আমি তাকে বিয়ে করতে চাই নতুবা তার উপযুক্ত শাস্তি দাবি করছি। 


এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঐ নারী বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আজ ২ নভেম্বর (বুধবার) আসামিকে কোর্টে পাঠানো হবে এবং ভিকটিমকে মেডিকেল রিপোর্টের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।


মিঠাপুকুর আপডেট-নিউজ/পলাশ মিয়া