নিউজ ডেস্ক/ পিএম

রংপুরের মিঠাপুকুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায়, যুব ঋণের চেক, প্রশিক্ষনের সনদ বিতরন ও প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।


মঙ্গলবার( ১নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা সভাপতিত্বে বেগম রোকেয়া অডিটোরিয়াম হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা।


এসময় উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন।

মিঠাপুকুর আপডেট নিউজ/পলাশ মিয়া