নিউজ ডেক্স/পিএম/বিনোদন

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি দীর্ঘদিনের ব্যবসায়িক সঙ্গী ও বন্ধু সোহেল কাঠুরিয়ার সঙ্গে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন।


একাধিক ভারতীয় গনমাধ্যম প্রকাশ করেছেন ৪ ডিসেম্বর বিয়ে করছেন হংসিকা ও সোহেল কাঠুরিয়া। জানাযায় জয়পুরের মুনডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ভাড়া করেছেন হংসিকা ও সোহেল।


বিয়ের নানা অনুষ্ঠান চলবে ২থেকে ৪ ডিসেম্বর পযন্ত। তবে ঘনিষ্ঠ বন্ধু সহ পরিবারের সকল কে নিয়ে জয়পুর যাবেন এই নব-দম্পতি। সুফি নাইট হবে ২ ডিসেম্বর এবং মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর। আর ৪ডিসেম্বর বিকেলে সাতপাক ঘুরে বিবাহ সম্পূর্ণ করবে তারা। 


বিভিন্ন গণমাধ্যম থেকে জানাযায়, পারিবারিক ভাবে বিয়ে করছেন তারা তবে পরবর্তীতে তা লাভ ম্যারেজে রুপ নেয়। মুম্বাইভিত্তিক ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে প্রায় কয়েক বছর প্রেম করেন। এবার সেই প্রেমকে বিবাহ বন্ধনে রুপ দিয়ে প্রেমের ইতি টানছেন এই নব-দম্পতি।