নিউজ ডেস্ক/পিএম/জনজীবন
রংপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর রেল স্টেশনে দোলন চাপা এক্সপ্রেস নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারনা এলাকাবাসীর। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
জানাযায়, ট্রেনে কাটা পড়া ওই বৃদ্ধ মোঃ জাবেদ আলী(৬১) তিনি আলমননগর ৩নং ক্যাম্পের মিয়া হোসেনের পুত্র। স্থানিয়রা বলছেন তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।
রংপুর রেলওয়ে পুলিশ এসআই মোস্তফা জানায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী লোকাল ট্রেন রংপুর স্টেশনে প্রবেশ করার পরপরেই, হঠাৎ আবেদ আলী প্লাটফর্মের কাছের লাইনের দিকে গেলে। সেখানেই তিনি মারা যান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তিনি সেখান আকস্মিকভাবে লাইনে গেছেন নাকি ইচ্ছা করেই গেছেন সেটি তদন্ত করা হচ্ছে।
মিঠাপুকুর আপডেট নিউজ/পলাশ মিয়া
0 Comments