নিউজ ডেস্ক/পিএম/ধর্ম
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পবিত্র কুরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়নের তনকা জামে মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পবিত্র কুরআন ছবক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন,মিঠাপুকুর,রংপুর এর আয়োজনে।এ অনুষ্ঠানে ১৩০ জন শিক্ষার্থীকে কুরআন ছবক দেয়া হয়।
এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মিঠাপুকুর থানা ফিল্ড সুপারভাইজার তৌহিদুল ইসলাম,লতিবপুর ইউনিয়ন সভাপতি মোঃ নাজমুল হক,মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম জিহাদী,থানা সাধারণ কেয়ারটেকার মামুনুর রশিদ।
শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মিঠাপুকুর থানা ফিল্ড সুপারভাইজার তৌহিদুল ইসলাম জানান, ২০৬ টি কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় চলমান রয়েছে।১৭ টি ইউনিয়নে কুরআন ছবক অনুষ্ঠান চলছে।ইতিমধ্যেই ৫ টি ইউনিয়নে কুরআন ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজকে উপজেলার লতিবপুর ও রানিপুকুর ইউনিয়নে কুরআন ছবক অনুষ্ঠান সম্পন্ন হলো।
তিনি আরো জানান,শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০৬ টি কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় চলমান রয়েছে।সহজ কুরআন শিক্ষা ১২৫ টি।প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র ৮০ টি এবং একটি বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্র চালু আছে।প্রাক প্রাথমিক শিক্ষার আওতায় কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা,ইংরেজি,গণিত শিক্ষা দেয়া হচ্ছে।বিনামূল্যে কুরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছে শিশু ও বয়োঃবৃদ্ধরা।
মিঠাপুকুর আপডেট-নিউজ / মিল্লাত হাসান
0 Comments