মিঠাপুকুরে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক/পিএম

রংপুরের মিঠাপুকুরে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় শোকাবহ ৩ নভেম্বর- জাতীয় চার নেতার জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ সেই ভয়াল ৩রা নভেম্বর। শোকাবহ জেল হত্যা দিবস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কময় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় আজকের এই দিনটি।


বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলার বেগম রোকেয়া অডিটোরিয়াম হলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মিঠাপুকুর-৫ আসনের সংসদ,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।


আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদপুত্র রাশেক রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান মঞ্জু ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদাত লিমন ও চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম টুটুল ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার সহ প্রমূখ।


মিঠাপুকুর আপডেট নিউজ/পলাশ মিয়া