সবুজে শ্যামলে ঘেরা, অপরূপ সৌন্দর্যে ভরা মিঠাপুকুরের রাবার বাগান


নিউজ ডেস্ক/পিএম/ইতিহাস-ঐতিহ্য

সবুজে শ্যামলে ঘেরা, অপরূপ সৌন্দর্যে ভরা, মনমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা মিঠাপুকুরের একমাত্র রাবার বাগান এটি। যা মিঠাপুকুর উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নে অবস্থিত।


রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর ইউনিয়ন পরিষদ থেকে ২শ মিটার পূর্বদিকে গেলেই দেখা মিলবে সবুজে শ্যামলে ঘেরা, অপরূপ সৌন্দর্যে ভরা, মনমুগ্ধকর পরিবেশে গড়ে ওঠা এ রাবার বাগান।


উপজেলা ওয়েব সাইটের তথ্য মতে, ৯০ দশকের শুরুর দিকে মূলত এই রাবার বাগানের কাজ শুরু করা হয়। তারপর ধীরে ধীরে রাবার বাগানের কাজ শেষ করা হয়। বাগানটি প্রায় ১০ একর জমির উপরে অবস্থিত। তবে দুই হাজারেরও বেশি রাবার গাছ দিয়ে এ বাগানের কাজ শুরু করা হয়। বর্তমানে প্রায় দেড় হাজার রাবার গাছ রয়েছে বাগানে।


আরও জানাযায়, বাগানে একর প্রতি ২০০ টি করে গাছ রয়েছে। এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরুত্ব প্রায় ২২ফিট। তবে বর্তমানে রাবার বাগানটিতে রাবার উৎপাদনের কাজ চলমান রয়েছে।


মিঠাপুকুর আপডেট নিউজ/পলাশ মিয়া