নিউজ ডেস্ক/পিএম
হেমন্তের প্রাণ নবান্ন উৎসব আজ
আজ পহেলা অগ্রহায়ণ। বছর ঘুরে আবারও এল নবান্ন উৎসব। নবান্ন উৎসব ঘিরে বাংলার লোকসাহিত্যে আছে নানা কাব্য। এ সময়ে বাংলার প্রকৃতি হলুদ-সবুজে একাকার হয়ে যায়। সোনালি ধানের প্রাচুর্যে ভরে ওঠে কৃষকের উঠান।
আনন্দধারা বয়ে যায় কৃষকের মন-প্রাণে। নতুন ধানের ম ম গন্ধ। সব মিলিয়ে পিঠাপুলির উৎসবে আনন্দমুখর হয়ে উঠবে বাংলার জনপদ।
নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন।
সরা দেশের ন্যায় আজ বুধবার(১৬ নভেম্বর) রংপুরেও পালিত হয়েছে হেমন্তের প্রাণ নবান্ন উৎসব, নানা আয়োজনে শিল্পকলা একাডেমিতে। গান, নাচ আর কবিতায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার নতুন ফসল ঘরে তোলার সংস্কৃতি।
এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই শ্লোগানে, সকাল ৭টায় শুরু হয় উৎসব। বাঁশির সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির ঐতিহ্য আর শিকড় সন্ধানে কৃষকের ধানকাটা ও ফসল ঘরে তোলার এই উৎসব প্রতি বছর উদযাপন করে রংপুর নবান্নোৎসব উদযাপন পর্ষদ। অনুষ্ঠানে নবান্ন কথন ছাড়াও থাকছে দলীয় নৃত্য, আবৃত্তি, সম্মেলক গান, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, আদিবাসী গান এবং নজরুল সঙ্গীতের পরিবেশনা। এছাড়াও রয়েছে নতুন ধানের খই, মুড়ি-মুড়কি ও পিঠা-পুলির আয়োজন।
0 Comments